করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলবে না :তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
দুপুরে তথ্য মন্ত্রণালয়ে প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আলাপ শেষে এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, একে তো করোনার প্রকোপ তার ওপর বন্যার আঘাত। করোনা বা বন্যায় শারীরিক দূরত্ব বজায় দেখে সিনেমা চালানো সম্ভব নয়। এসময় সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বিএনপি শুধু জনবিচ্ছিন্নই নয়, কর্মীবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। টেলিভিশনের মাধ্যমে তারা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।