সড়ক দুর্ঘটনায় কুমিল্লায়, গাইবান্ধা ও রংপুরে শিশুসহ ৮ জন নিহত
- আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় ৪ জনসহ গাইবান্ধা ও রংপুরে শিশুসহ ৮ জন নিহত হয়েছে।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিনধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে ক্যান্টনমেন্ট গামী যাত্রীবাহি একটি লেগুনাকে বিপরীত দিক থেকে আসা লবন বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর নিহত হয় আরও ২ জন।
গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে। রংপুর থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাফি নিহত হয় এবং ভ্যানে থাকা যাত্রী মমতাজ বেগম গুরুত্বর আহত হন । এ সময় তার কোলে থাকা শিশু ছিটকে পড়ে মারা যায়।
রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় লাবলু মিয়া ও জুই নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ি থেকে ভাতিজি জুইকে নিয়ে মোটরসাইকেল যোগে মিঠাপুকুরে যাচ্ছিলেন চাচা লাবলু। শঠিবাড়ির ঢাকা- রংপুর মহাসড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লাবলু । পরে শিশু জুঁইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

















