করোনায় ময়মনসিংহ, মৌলভীবাজার ও নড়াইলে তিনজনের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৬২৪ বার পড়া হয়েছে
করোনায় ময়মনসিংহ, মৌলভীবাজার ও নড়াইলে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে করোনায় সজল চন্দ্র চক্রবর্তী নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার করোনা শনাক্ত হয়ে সজল চক্রবর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি হন। তিনি করোনা ছাড়াও হৃদরোগসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
………….
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪৮ বছর বয়সী পরিতোষ পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়।
……….
এদিকে, নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
























