সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে পারেবন শামীমা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
বাড়ি থেকে পালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেয়া সাবেক ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ফেরার অনুমতি দিয়েছে যুক্তরাজ্যের আপিল আদালত।
নাগরিকত্ব বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে পারেবন। ২০১৫ সালে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেয়া তিন স্কুলগামী মেয়েদের একজন ২০ বছরের শামীমা। ওই সময় তার বয়স ছিল ১৫ বছর। ২০১৯ সালে একটি শরণার্থী শিবিরে সন্ধান পাওয়ার পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ইস্যুতে শামীমার নাগরিকত্ব বাতিল করে।আপিল আদালত জানিয়েছে, শামীমা সুষ্ঠু শুনানি থেকে বঞ্চিত হয়েছে। কারণ, শরণার্থী শিবির থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়া সম্ভব না।
শামীমা দাবি করে আসছেন, সরকার কর্তৃক তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তটি অবৈধ। কারণ, এর ফলে সে রাষ্ট্রহীন হয়ে পড়েছে।
























