মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। সদর উপজেলায় ৫০ বছরের সিরাজ মিয়ার মৃত্যু হয়। তার বাড়ি একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামে। এদিকে, মৌলভীবাজারে সোনালি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অনুকুল কর করোনা উপসর্গে মারা গেছেন। গেলো রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হারিস মিয়া নামে একজন করোনা উপসর্গ নিয়ে গেলো রাত ২টায় নিজ বাড়িতে মারা যান।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে ফিরোজ মাহমুদ নামে একজনের মৃত্যু হয়েছে। গেলরাতে পাইকপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। এদিকে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তালা উপজেলার সুভাশনী গ্রামের সুভাষ চন্দ্র দাস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।