দিনাজপুরের কাহারোলে নন-এমপিও ভুক্ত শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার চেক বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দিনাজপুরের কাহারোল উপজেরায় নন-এমপিও ভুক্ত শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা চত্বরের মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়। এসময় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন,” করোনা মহামারীতে বিশ্ব যখন তালমাতাল তখনও শক্ত হাতে সঠিক পরিকল্পনায় এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার এ সংকটকালীন দুর্ভোগকে পুজি করে কেউ যেন দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে জনগনের কষ্ট বয়ে না আনে সেদিকে শক্ত দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী। এসময় উপজেলা চেয়ারম্যান,উপজেলা নিবার্হী অফিসারসহ,উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।