ময়মনসিংহ, মানিকগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, মানিকগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক গাড়ীর চাপায় তোফাজ্জল হোসেন গাজী নামে এক মোবাইল মেকানিকের মৃত্যু হয়েছে। গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায় উর্বী সিএনজি পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভালুকা বাজারের মোবাইল মেকানিক তোফাজ্জল হোসেন গাজী কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে একটি অজ্ঞাতনামা গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা বাসষ্ট্যান্ডে ইটভর্তি ট্রাক চাপায় মোস্তাফিজুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে সাভারের একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মাদারীপুর শহরের কুলপদ্দী আনসার ক্যাম্পের সামনে দুপুরে বিদ্যুতের খুঁটিবাহী ট্রলির চাপায় বাইসাইকেল আরোহী লিটন হাওলাদারের মৃত্যু হয়েছে। ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



















