ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ ।
করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না,এ অভিযোগ তুলে তেলআবিবের রবিন স্কয়ারে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। তাদের দাবি, করোনাকালে সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে।
আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন বলে জানান বিক্ষোভকারীরা ।ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার কথা জানালেও আন্দোলন থামছে না। ইসরাইলে মার্চের মাঝামাঝি থেকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন করা হয়। ফলে দেশটিতে বেকারত্ব বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে করোনায় এ পর্যন্ত ৩৫৪ জন মারা গেছে ।

















