ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা এগিয়ে না নিলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে :আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা এগিয়ে না নিলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে এবং জনমনে আস্থার সংকট তৈরী হতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে অনলাইনে নরসিংদী ও ব্রাক্ষণবাড়িয়ার আইনজীবীদের ভার্চুয়াল কোর্ট পদ্ধতির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলার আইনজীবীদের প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে বিচারিক কার্যক্রম। ভার্চুয়াল পদ্ধতিতে সপ্তাহে দুদিন বসবে আদালত।
১১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিন-আবেদন নিষ্পত্তি এবং ৫৪ হাজার ৬৭৭ জন ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। এদিকে ৪০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট ৬৫১ জন শিশুকে জামিন দেয়া হয়েছে।
রোববার অনলাইনে আইনমন্ত্রী বলেন, করোনা সংকটে আসামীদের ওই জামিন সরকারের দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রতিফলন।
বর্তমান বাস্তবতায় ভার্চুয়াল কোর্ট পদ্ধতির বিকল্প নেই বলেও মত দেন তিনি।
ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা এগিয়ে নিতে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে দেশের প্রতিটি জেলার আইনজীবীদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান আনিসুল হক।


























