দেশে করোনায় একদিনে আরও ৫৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মারা গেছেন ২ হাজার ১৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত হলো।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গেল ২৪ ঘণ্টার হিসেবে মৃত্যু বাড়লেও কমেছে রোগী শনাক্তের সংখ্যা । ব্রিফিং এ বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা।