মাদারীপুরে শিরখাড়া গ্রামে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়া গ্রামে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আলামিন আকন জানান, সকালে আমার দাদা আরব আলী আকনের বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন পাশে থাকা আমার বসত ঘরে লেগে যায়। আগুনে আমি ও আমার দুই ভাই ও দাদাসহ ৪টি বসত ঘর এবং দুটি রান্না ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমি ও আমার দুই ভাই ও দাদাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



























