করোনা আক্রান্ত হয়েছে গোপালগঞ্জ ও মানিকগঞ্জে ২ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়েছে গোপালগঞ্জ ও মানিকগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নিত্যানন্দ বল্লব নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় ১০ জনের মৃত্যু হলো।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জে মো. আতিয়ার রহমান নামে এক পুলিশ সদস্যের মৃত্য হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে তার নিজ গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন হয়েছে।