করোনা আক্রান্ত হয়ে ঠাকুরগাঁয়ে এক চিকিৎসকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনায় ডা. মুজিবুর রহমান রিপন নামে আরো এক চিকিৎসক মারা গেছেন। তাঁর বাড়ি ঠাকুরগাঁয়ের জেলার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে।
শনিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। ডা. মুজিবুর রহমান রিপন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।ডা. মুজিবুর রহমান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে । গত ১৬ই জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া হয়।