করোনায় আক্রান্ত হয়ে ৬ জেলায় ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহে তিনজনসহ সিরাজগঞ্জ, ফেনী, মাদারীপুর, মেহেরপুর ও খুলনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ষাটোর্ধ্ব আবুল কাশেম, ত্রিশাল উপজেলার নাজমা বেগম ও নান্দাইলের মোরসালিন। সিভিল সার্জন ডাক্তার এবিএম মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শওকত আলী নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা শনাক্ত হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
ফেনীতে করোনা আক্রান্ত হয়ে আবদুল্লাহ আল মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের উত্তর পালগিরি এলাকার বাসিন্দা।
মাদারীপুরের সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জজকোর্ট এলাকার কাওসার আহমাদের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে কাওসারের মৃত্যু হয়।
মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মহিত আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণেশ চন্দ্র বনিক নামে একজনের মৃত্যু হয়েছে।
























