হাসপাতালে কোনো রোগীর অবহেলাজনিত মৃত্যু শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
 - / ১৬৯৬ বার পড়া হয়েছে
 
দেশের যে কোন সরকারি-বেসরকারি হাসপাতাল গুরুতর অসুস্থ কোনো রোগীকে চিকিৎসাসেবা প্রদানে অনীহা দেখালে এবং এতে ওই রোগীর মৃত্যু ঘটলে তা অবহেলাজনিত মৃত্যু অর্থাৎ শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হলো। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।
করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত প্রেক্ষাপটে সাধারণ রোগীসহ আক্রান্তদের চিকিৎসা নিয়ে পৃথক পাঁচটি রিটের শুনানি নিয়ে এই নির্দেশনা ও অভিমত দিয়ে আদেশ দেয় আদালত। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো যাতে কোভিড ও নন-কোভিড সব রোগীকে পরিপূর্ণ চিকিৎসাসেবা প্রদান করে, সে বিষয়ে সার্বক্ষণিক তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশও দেন আদালত। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো অযৌক্তিক ফি নিচ্ছে কিনা তাও মনিটরিংক করতে বলা হয়। আর আইসিইউ ব্যবস্থাপনা কার্যক্রমকে অধিকতর জবাবদিহিমূলক ও বিস্তৃত করতেও নির্দেশনা দেয় উচ্চ আদালত।
																			
																		















