করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় চীনের রাজধানীর কিছু এলাকা লকডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নতুন করে প্রাদুর্ভাবের আশঙ্কায় চীনের রাজধানী বেইজিংয়ের কিছু এলাকা লকডাউন করা হয়েছে। করোনাভাইরাসে ছয়জন সংক্রমিত হওয়ার খবরে আজ এ ব্যবস্থা নিয়েছে চীন সরকার।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বেইজিংয়ের নগর কর্মকর্তাদের দেয়া বক্তব্য তুলে ধরে দেশটির গণমাধ্যমগুলো জানায়, বেইজিংয়ের ফেংতাই জেলার ১১টি আবাসিক এলাকার লোকজনকে বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। নতুন করে করোনায় যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের বেশির ভাগেরই অসুস্থ হওয়ার সঙ্গে স্থানীয় একটি মাংসের বাজারের যোগসূত্র রয়েছে।কর্মকর্তারা বলেন, গত দুই মাসের মধ্যে বেইজিংয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। সংক্রমিত ব্যক্তিরা অনেকে গত সপ্তাহে স্থানীয় সিনফাদি মাংসের বাজারে গিয়েছিলেন। এর মধ্যে বেইজিংয়ের ভেতর বাইরের কারও আসা-যাওয়ার ঘটনা ঘটেনি।



























