বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। বিশ্বে সংক্রমণ এরই মধ্যে ৭৫ লাখ ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসেবে, শুক্রবার বেলা ১১ টায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৫ লাখ ৯৯ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়া করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে।