ঘূর্ণিঝড়ে জয়পুরহাটে দেয়াল চাপা পড়ে মা-ছেলেসহ চারজন নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
 - / ১৫৮৯ বার পড়া হয়েছে
 
গেলরাতের ঘূর্ণিঝড়ে জয়পুরহাটে দেয়াল চাপা পড়ে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম ও তার দুই সন্তান নেওয়াজ ও নিয়ামুল এবং কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামের মৃত সালামত আলীর স্ত্রী মরিয়ম বেগম। গেলরাত ১১টার দিকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগের ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সদরসহ কালাই ও ক্ষেতলাল উপজেলার অন্তত ৪০টি গ্রামের দুই হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছ-পালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
																			
																		
















