করোনা ভাইরাস মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে : মোহাম্মদ নাসিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
বিকেলে সিরাজগঞ্জ শহরতলীর শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকার জনগণের স্বাস্থসেবা নিশ্চিত করাসহ কল্যাণমুখী সব কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ সদর আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পালসহ অনেকে ।