নৌরুটে ফেরি চলাচল বন্ধ বিপাকে পড়েছেন ঈদে আগেভাগেই ঢাকা ছাড়া ঘরমুখো মানুষ

- আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঈদে আগেভাগেই ঢাকা ছাড়া হাজারো ঘরমুখো মানুষ।
পাটুরিয়া অভিমুখে যাত্রীচাপ বাড়ায়, করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা- বিআইডব্লিইটসি। গতকাল ৮ ঘন্টা বন্ধ রাখার পর সন্ধ্যা থেকে ফেরি চলাচল আবার শুরু করা হলেও সকাল ৭টা থেকে তা ফের বন্ধ করে দেয়া হয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে বর্তমানে মাঝ নদীতে রাখা হয়েছে।
এদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটেও ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এরআগে করোনা ঝুঁকি উপেক্ষা করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে সকাল থেকে জড়ো হয় দক্ষিণাঞ্চলের হাজার হাজার ঘরমুখো মানুষ। এ অবস্থায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে গতকাল সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তারপরেও থেমে নেই ফেরিঘাটে মানুষের আগমন। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে, এমনকি পায়ে হেঁটেও তারা ঘাটে আসছেন।