কোভিড-১৯ হয়ত বিশ্ব থেকে কখনও নির্মূল হবে না

- আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
৪৫ লাখ আক্রান্ত আর প্রায় তিন লাখ মানুষ মৃত্যুর পর বিশ্ববাসী যখন করোনা ভাইরাস-কোভিড-১৯ মহামারীর কোথায় শেষ জানতে উদগ্রীব, তখন হতাশার খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সংস্থার বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন, কোভিড-১৯ হয়ত বিশ্ব থেকে কখনও নির্মূল হবে না।
বুধবার জেনেভায় সংস্থার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই হতাশাজনক বক্তব্য আসে বলে জানিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৈনিক গার্ডিয়ান। রায়ান বলেন, তিনি মনে করেন, এই বাস্তবতা উপলব্ধি করা দরকার যে, এই মহামারীর শেষ কোথায়-তা কেউ বলতে পারবে না। এটা আমাদের জন্য দীর্ঘ সমস্যা হিসেবে রয়ে যাবে, হয়ত কখনও নাই হয়ে যাবে না। পাঁচ মাস আগে চীনের উহানে মানবদেহে সংক্রমণ ঘটার পর এই মহামারীর সূত্রপাত। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ঘটেছে ২ লাখ ৯৮ হাজার মানুষের। আর আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ছাড়িয়েছে।