অনুশীলনে ফিরলো আরও ছয় স্প্যানিশ ক্লাব

- আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা প্রভাবের মাঝে অনুশীলনে ফিরলো আরও ছয় স্প্যানিশ ক্লাব। বার্সেলোনার পর এবার ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেটিস ও মায়োর্কা ফুটবলাররা।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথমদিন অনুশীলন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোভিড নাইন্টিন পজেটিভ হওয়ায় অনুশীলনে অনুপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি। প্র্যাকটিস গ্রাউন্ডে ঢোকার সময়ে ছিল কড়া নিরাপত্তা। প্রত্যেক ফুটবলারদের শারিরীক তাপমাত্রা মাপার পাশাপাশি করা হয়েছে জীবাণুমুক্ত। এদিকে, অনুশীলন শুরু হলেও লিগ কবে শুরু হবে তা এখনও চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। ক্লোজড ডোরে জুন থেকে লা লিগা শুরু করার পরিকল্পনা আছে আয়োজকদের। মার্চে লিগ বন্ধ হওয়ার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। এখনো বাকি ১১ম্যাচ।