দিনাজপুর ও জামালপরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
দিনাজপুর ও জামালপরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ দুলাভাই ও শ্যালিকা নিহত হয়েছে। পুলিশ জানায়, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গেলরাতে শ্যালিকাকে নিয়ে ঠাকুরগাও যাওয়ার পথে ২৮ মাইলে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে শহীদুজ্জামান ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শ্যালিকা সূর্ণাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
জামালপুরের বকশীগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে বাট্টজোড় ইউনিয়নের কুলুবাড়ি এলাকায় মোটর সাইকেল চালক রফিকুল ইসলাম বকশীগঞ্জ যাবার পথে বিপরীত দিক থেকে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



























