কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিপুল নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় আহত হন দু’জন। সকালে বগুড়া থেকে একটি মাছ বোঝাই ট্রাক কুড়িগ্রাম আসার পথে রাজারহাট উপজেলার টগরাইহাটে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে ২ জন। ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত হন। উপজেলা সদরের সোনারামপুরে আলাদা দুর্ঘটনায় ভাই-বোনও গুরুতর আহত হয়েছেন ।