নিখোঁজ ফটো সাংবাদিক কাজলকে অবশেষে বেনাপোল সীমান্ত থেকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘পক্ষকালে’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে অবশেষে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।
বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক ‘কাজলকে’ রাতে টহল দলের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এদিকে, কাজলের সন্ধান পাওয়ার বিষয়টি তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়নও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে। খবর পেয়ে রাতেই স্বজনরা তাকে আনতে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা হন।