গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বাসার দ্বিতীয় তলা থেকে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে।
নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, তাদের দুই মেয়ে নুরা ও হাওয়ারিম এবং প্রতিবন্ধী ছেলে ফাদিল। পুলিশ ও প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে তারা সবাই বাড়ির দোতলায় নিজ ঘরে ঘুমাতে যান। সকাল গড়িয়ে দুপুর হলেও কেউ ঘর থেকে বের না হওয়ায় নিহতের স্বজনরা মই বেয়ে দোতলায় উঠে ঘরের মেঝেতে রক্ত দেখতে পায়। পরে শ্রীপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। কাজল দীর্ঘদিন প্রবাসে থাকার সময় ইন্দোনেশিয়ার মেয়ে ফাতেমাকে বিয়ে করে। পরে শ্রীপুর আবদার গ্রামে জমি কিনে বাড়ি তৈরী করলে তার স্ত্রী-সন্তানেরা এখানেই বসবাস করছিল। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, বিকেল সাড়ে ৩টায় লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ ও পুলিশ সুপার শামসুন্নাহার। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
















