আলাদা স্থানে পানিতে ডুবে ও বজ্রপাতে মৃত্যু ৩

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, শিশু রাব্বি নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায়। মঙ্গলবার সন্ধ্যায় মামাতো ভাই মোস্তাকিমের সাথে বাড়ির পাশের পুকুরে নামলে তারা দু’জনই ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উড়িয়া ইউনিয়নে কাজ শেষে বাড়ি ফিরছিল সাইদুর। এ সময কাঠুর বিল এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।