২ কোটি শ্রমজীবী মানুষকে প্রণোদনা দিতে সরকারের প্রতি সিপিডি’র আহ্বান

- আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণের কারণে কর্মহীন হওয়া প্রায় ২ কোটি শ্রমজীবী মানুষদের অন্তত দুই মাস ৮ হাজার টাকা করে নগদ প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। যাদের বেতন ১০ থেকে ১১ হাজার টাকা তাদের এই সহায়তা দেয়ার প্রস্তাব করেছে তারা। অন্যদিকে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, সরকার ঘোষিত প্রণোদনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোন সুনির্দিষ্ট বরাদ্দ নেই। তাই বড় ধরণের দুর্যোগ আসার আগে, নতুন করে এই বরাদ্দের দাবি জানিয়েছে সিপিডি।
রপ্তানিমুখী শিল্পের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষাণা করেছে। পরে সরকার আরও চারটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, যার পরিমাণ ৬৭ হাজার ৭৫০ কোটি টাকা। সর্বশেষ কৃষি খাতের জন্য আরো ৫ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দেয় সরকার।
এসব প্রনোদনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
সংস্থার সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, সংক্রমণের কারণে বেকার হয়ে যাওয়া শ্রমজীবী মানুষদের অন্তত দুই মাস ৮ হাজার করে ১৬ হাজার টাকা নগদ প্রণোদনা দিতে হবে। এক্ষেত্রে সরকারের খরচ হবে ২৯ হাজার ৮৫২ কোটি টাকা ।
তবে ঋণনির্ভর প্যাকেজ ও ব্যাংকিং খাতের স্বাস্থ্য নিয়ে, শঙ্কা প্রকাশ করে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এক্ষেত্রে সুশাসনের চ্যালেঞ্জ আরো বাড়বে।
অনেকেই দুর্যোগ কাটাতে নতুন নোট ছাপানোর যে প্রস্তাব দিয়েছে, তাতে মুল্যস্ফীতি বাড়বে; আর তাই এখনই তা না করার পক্ষে মত দেয় সিপিডি।