অর্থনৈতিক দুর্যোগ মোকাবিলায় বিএনপির প্যাকেজ প্রস্তাবনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
করোনা মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রতি ৮৭ হাজার কোটি টাকার প্যাকেজ প্রস্তাবনা তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে রাজধানীর গুলশালে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবনা তুলে ধরে বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী ২৭ দফা সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সুপারিশ বাস্তবায়নে জিডিপির ৩ শতাংশ অর্থ সমন্বয় করে ৮৭ হাজার কোটি টাকার তহবিল গঠনের আহবান জানান।