কুড়িগ্রামে ট্রাকের চাপায় রিক্সা চালক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় এক রিক্সা চালক মারা গেছে।
সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশের লোকজন আটকের চেষ্টা করলে চালক বেপরোয়া ভাবে ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়। নিহত রিক্সাচালক উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলে জানা গেছে।
পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।