ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর হামলাকারী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীর উপর হামলাকারী ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
বোরহানউদ্দিন পৌর এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামী কাল তাকে আদালতে তোলা হবে।
নির্যাতিত সাংবাদিক সাগর চৌধুরী জানান, জেলেদের বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করার বিষয়টি প্রশাসনকে জানানোর কারণে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে ছাত্রলীগ নেতা নাবিল হামলা করে। এমনকি নাবিল এ ঘটনাটি ভিডিও করে ফেইসবুকেও ভাইরাল করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।