মধ্যরাতে ভ্রাম্যমান আদালত চালিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে দেয়া সাজার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ দেয়া হবে সোমবার
- আপডেট সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
মধ্যরাতে ভ্রাম্যমান আদালত চালিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে দেয়া সাজার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ দেয়া হবে সোমবার। যে আইনে আরিফকে সাজা দেয়া হয়েছে সে রায়ের কপিও তলব করছে আদালত। এছাড়া মধ্যরাতে মোবাইল কোর্ট বসানো যায় কিনা এ বিষয়ে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী জানান, মধ্যরাতে টাস্কফোর্স গঠন করে একজন সাংবাদিককে ধরে সাজা দেয়ায় ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট।
শুক্রবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে দরজা ভেঙ্গে তুলে নিয়ে ডিসি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে, সাজা প্রদানের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
আরিফের সাজা কেন অবৈধ নয়-চ্যালেঞ্জ করে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদকের আইনজীবী ইশরাত জাহান। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রশিদ জাহাঙ্গীরের বেঞ্চে রিটের শুনানি শেষে সোমবার আদেশের দিন ধার্য করে আদালত।
মধ্যরাতের মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া সাজার আইনী ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে আদালত।
একজন সাংবাদিককে গভীর রাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়াকে জেলা প্রশাসকের ক্ষমতার অপব্যবহার বলছেন রিটকারীর আইনজীবীরা।















