ভারতের এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭১৪ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এই তথ্য জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি আরো বলেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের প্রতি যুক্তরাষ্ট্রের অগাধ শ্রদ্ধা রয়েছে এবং ভারত যাতে সেগুলোকেই ঊর্ধ্বে রাখে সেটির জন্য তারা উৎসাহ দেবে। ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি ভারত পৌঁছাবেন ট্রাম্প।

 
																			 
																		
















