সড়ক দুর্ঘটনায় নাটোর ও পাবনায় ৫ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় নাটোর ও পাবনায় ৫ জন নিহত হয়েছে।
নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সোহানুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়।অন্যদিকে, শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গোলাম নবী ও ফয়সাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু মন্ডল ও বুলবুল শেখ নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, রাজাপুরে একুশে বইমেলায় যাওয়ার পথে মধ্যে ঢাকা-ঈশ্বরদী মহাসড়কের মুলাডুলি ইক্ষু খামার সংলগ্ন এলাকায় কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে এই দুর্ঘটনা হয়।