চৌমুহনীতে আগুনে পুড়ে গেছে বসতবাড়িসহ কমপক্ষে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে বসতবাড়িসহ কমপক্ষে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
ভোর ৪টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন মজুমদার জানান, চৌমুহনী গোলাবাড়িয়া এলাকায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসকর্মীরা। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বন্ধ থাকা একটি হাঁড়ি-পাতিলের দোকান থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।