করোনা ভাইরাসে একদিনে আরও ১০৫ জনের মৃত্যু

- আপডেট সময় : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশটির একদিনে আরও একশ’ ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়লো ১ হাজার ৭৭৫ জনে।
হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার হুবেই প্রদেশে আরও ১০০ জন করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ৭৭০ জন। আর তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার আরও ২ হাজার জন নতুনসহ চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ৫৪৮ জন। আর দেশটির মূল ভূখণ্ডসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত মোট রোগী ৭১ হাজার ২০৪ জন। জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে অন্তত ৪০ আমেরিকান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গেলো ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি চীনের সব প্রদেশসহ বিশ্বের অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য ভয়াবহ হুমকি হতে পারে বলে বিবৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।