ডিসেম্বরের মধ্যে সারাদেশ শতভাগ বিদ্যুতের আওতায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী সচিব ডক্টর সুলতান আহমদ।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী, বেসরকারী বিভিন্ন বিদ্যুৎ ইউনিট পরির্দশন শেষে তিনি এসব কথা বলেন। সচিব আরো বলেন, ইতিমধ্যে ৯৬ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছে দেয়া সম্ভব হয়েছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক এ কে এম ইয়াকুব, নির্বাহী পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্টের পরিচালক খন্দকার জায়েদ হাসানসহ বিদ্যুৎ কেন্দ্রের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















