ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বিকেলে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে চুয়াডাঙ্গা এ দুর্ঘটনায় বাসের হেলপারসহ দু’জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হেলপার আমির হামজাকে মৃত ঘোষণা করেন।এদিকে, চট্টগ্রামের হাটহাজারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।