সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা, বাগেরহাট, গাইবান্ধায় চারজন নিহত

- আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা, বাগেরহাট, গাইবান্ধায় চারজন নিহত হয়েছে। য়াডাঙ্গা পৌর এলাকায় আলমসাধু উল্টে চাপা পড়ে চালক হাবিবুর রহমান নিহত হয়েছে। সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
বাগেরহাটের চিতলমারীতে পন্যবাহী ট্রাকের ধাক্কায় ভ্যান চালক আব্দুল্লাহ ফকির নিহত হয়েছে। গেল রাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক চিতলমারীর কুনিয়া বাস ষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের চৌদ্দশত এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চন্দন সরকার গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ যাত্রী। গেলো রাত সাড়ে ১০ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত অভিরামপুরে দুর্ঘটনা ঘটে।