খালেদার মুক্তির দাবিতে আগামী ১৫ ফ্রেরুয়ারী সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি

- আপডেট সময় : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আন্দোলনের মাধ্যেম খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের পতন ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসাথে করতে হবে। এদিকে ‘সরকারের হস্তক্ষেপে আদালত খালেদা জিয়ার জামিন দিচ্ছে না’ অভিযোগ করে স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সেজন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে এসব কথা বলেন তারা।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুই বছর বন্দি করে রাখায় তার মুক্তির দাবিতে রাজধানীর নয়া পল্টনে সমাবেশের আয়োজন করে বিএনপি।নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে যোগ দেন হাজারো নেতাকর্মী। এসময় খালেদা জিয়াকে আটকে রাখার প্রতিবাদে শ্লোগান দেন তারা। সিটি নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা ধরে রেখে খালেদা জিয়ার মুক্তর আন্দোলন জোরদার করতে হবে।
সিটি নির্বাচনের নানা অনিয়ন ও ভোট জালিয়াতির অভিযোগ তুলে ধরে বিএনপির শীর্ষ নেতারা বলেন, সরকার ক্ষমতা দখল করে অন্যায়ভারে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালত নয়, সরকারে স্বদিচ্ছার উপর নির্ভর করছে বলেও দাবি করেন তারা। এজন্য তার মুক্তির ফয়সালা রাজপথেই করতে হবে।
সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিচার বিভাগ ধ্বংস করেছে প্রশাসনকে কব্জায় নিয়ে জনগনের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।সরকার খালেদা জিয়ার মুক্তি না দিলে আন্দোলনের মাধ্যেমে বাধ্য করার হুঁশিয়ারি দেন দলের মহাসচিব।
খালেদার মুক্তির দাবিতে আগামী ১৫ ফ্রেরুয়ারী সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।