চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে ৪ শিশুসহ ৮ যাত্রী আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে ৪ শিশুসহ ৮ যাত্রী আহত হয়েছে।
গেল রাত ১১টার দিকে মেঘনা নদীর আলুর বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহত যাত্রীরা জানায়, এমভি আওলাদ-৪ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং এমভি টিপু-১২ চাঁদপুর থেকে ছেড়ে পিরোজপুর জেলার হুলারহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আলুর বাজার এলাকা অতিক্রমের সময় এমভি টিপু-১২ লঞ্চটি এমভি আওলাদ-৪ লঞ্চকে ধাক্কা দেয়। এতে আওলাদ লঞ্চে থাকা ৮ যাত্রী গুরুতর আহত হয়। সংঘর্ষে আওলাদ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের সবার বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।

















