ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম মল্লিক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম মল্লিক নিহত হয়েছে।
গতরাতে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধপূর্ণ জমিতে ঘর উঠানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শালিস মীমাংসার বৈঠক বসে। এর মধ্যেই বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারে লোকজন নুরুল ইসলামের উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।