প্রচারণায় অংশ নিতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ : নাসিম
- আপডেট সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
নির্বাচনী বিধিমালায় এমপি মন্ত্রীদের প্রচারণায় অংশ নিতে না পারাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে আগামীতে আরপিও সংশোধনের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। আর এই ধরণের বিধিমালাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে, দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, নির্বাচনী প্রচারণায় আপাতত এমপি মন্ত্রীরা অংশ নেবে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে ১৪ দলের বিশেষ বৈঠকে তারা এসব কথা বলেন।
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় এমপি-মন্ত্রীদের অংশগ্রহণে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে করণীয় নির্ধারণে ধানমন্ডিতে মোহাম্মদ নাসিমের বাসায় ১৪ দলের বিশেষ এই বৈঠক।
বৈঠক শেষে ১৪ দলের মুখপত্র মোহাম্মদ নাসিম ঢাকা উত্তর ও দক্ষিণে এমপি-মন্ত্রীদের প্রচারণা অংশ নিতে না দেয়ার কঠোর সমালোচনা করেন।বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু- এই নির্বাচন স্বাধীনতার পক্ষ বিপক্ষের লড়াই জানিয়ে. তাতে জয়ের জন্য ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বৈঠকে ১৪ দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণে সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া ও উত্তরে শেখ শহিদুল ইসলামকে নির্বাচন সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।




















