চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৭২২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ভোর ৫ টার দিকে বন্দর সংযোগ সড়কে এদুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড হাইওয়ে থানা পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির প্রটোকল অফিসার আলমগীর হোসেন তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে কুমিল্লা থেকে চট্টগ্রামে ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে এলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শহওদুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

























