জনগণের প্রয়োজন সাধ্য মতো মেটানোর চেষ্টা করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
জনগণের প্রয়োজন সাধ্য মতো মেটানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও আর্থিক প্রণোদনা দেয়ার সময় এ কথা জানান তিনি ।
বেগম মতিয়া চৌধুরী বলেন, বিবেক ঠিক রেখে জন আকাঙ্খা পুরণের চেষ্টা করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মতিয়া চৌধুরী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানের ৫১৮ শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে প্রণোদনা হিসেবে ৫শ টাকা করে মোট ৫৯ হাজার টাকা বিতরণ করেন।




















