জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান

- আপডেট সময় : ০২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২০ এর উদ্বোধনীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষনাও দেন, সরকার প্রধান।
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ শ্লোগানে শুরু হলো, পুলিশ সপ্তাহ ২০২০। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে, রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড মাঠে আসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহন ও কুচকাওয়াজ দেখেন, সরকার প্রধান। প্যারেড আনুষ্ঠানিকতা শেষে, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে, ১১৮ জন পুলিশ ও র্যাব সদস্যকে, বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পরিয়ে দেন, শেখ হাসিনা।
পরে, উদ্বোধনী বক্তব্যে দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক, বাংলাদেশ পুলিশের সাহসী ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আরো তৎপর থাকার আহ্বান জানিয়ে, এ বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন, তিনি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে, পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।