কাঙ্খিত পরিমাণ শুটকি উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাটোরের চলনবিলের জেলেরা
- আপডেট সময় : ০২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
মাছ সংকট এবং সংরক্ষণের অভাবে কাঙ্খিত পরিমাণ শুটকি উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাটোরের চলনবিলের জেলেরা। শুটকী মাছ সংরক্ষনের জন্য হিমাগার তৈরীর দাবি তাদের।তবে স্থানীয় মৎস্য বিভাগ বলছে, গত বছরের চেয়ে এবছর শুটকি উৎপাদন বেশী হয়েছে।
নাটোরের সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদর ৪টি উপজেলা জুড়ে বিস্তীর্ন চলনবিল। মাছের প্রাচুর্যের কারণে বিল পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন মাছ শুটকী করার কাজ করেন জেলেরা। বিল থেকে ধরা মাছ শুকিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা।
নাটোরের শুটকী মাছের গুনগত মান ভালো হওয়ার পরও হিমাগার না থাকায় সংরক্ষণ করা করা যাচ্ছে না বলে জানান উৎপাদনকারিরা ।
মৎস্য বিভাগের বিভিন্ন অভিযানের কারনে এবার প্রচুর পরিমানে মাছ পাওয়ায় শুটকির পরিমানও বৃদ্ধি পেয়েছে বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। গতবছর বিলে পানি কম থাকাসহ নানা কারনে শুটকী আমদানী কম হয়েছিলো বলেও জানান তিনি।














