এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে চিলির শহর ভালপারাইসো
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
 - / ১৭০২ বার পড়া হয়েছে
 
অস্ট্রেলিয়ার পর এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে চিলির শহর- ভালপারাইসো। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে ১২০টি বাড়ি।
কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে শহরের সব দমকল কর্মী একসাথে কাজ করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলের অন্তত ৯০ হাজার গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। দাবানলের কারণে অন্তত সাড়ে ৪শ’ একর জমির ফসল পুড়ে গেছে।ভালপারাইসোর মেয়র অভিযোগ করেন, ‘ইচ্ছাকৃতভাবে’ লাগানো আগুন থেকে এই দাবানলের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। তিনি বলেন, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
																			
																		















