লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অন্তত ১০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৭২৬ বার পড়া হয়েছে
গাজীপুরে লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অন্তত ১০ জন। এতে আহত হয়েছে আরো দু’জন।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় এই আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আহত অপর দু’জনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

























