ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন এবং পৃথক মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন এবং পৃথক মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান কুমারখালী থানার ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ঘোষনা করেন। ২০১৪ সালের ১৩ আগষ্ট মামলিটি দায়ের করা হয়। অপরদিকে, ২০১৭ সালের ২১নভেম্বর মিরপুর থানায় করা পৃথক মাদক মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী তিন জনকে যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন।